Sign in | Create an account


এস৮ এ থাকবে না হোম কি ...

View:2720


Net Meter for Android

এস৮ এ থাকবে না হোম কি ...

11 Dec, 2016    0


স্যামসাং আগামী মার্চ মাসে গ্যালাক্সি এস৮ অবমুক্ত করবে। অবশ্য এটা এপ্রিল মাসেও হতে পারে। একজন বিশ্লেষক মন্তব্য করেছেনে যে, ফোনে নতুন কি হার্ডওয়্যার দেয়া হলো তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলি ব্যবহারের জন্যে কতোটা নিরাপদ।

স্যামসাং এর ফোনগুলিতে অনেকদিন ধরেই আমরা হোম কি এর অবস্থান দেখতে পাচ্ছি। তবে আসন্ন গ্যালাক্সি এস৮ এ  এই হোম কি এর উপস্থিতি থাকবে না। এর স্ক্রিনও হবে পুরোটা জুড়ে। একে ঘিরে কোন বাড়তি অংশ থাকছে না। 
গ্যালাক্সি এস৮ এর স্ক্রিন হবে সুপার অ্যামোলেডযুক্ত। এতে দেয়া হবে ফুল আরজিবি ম্যাট্রিক্স। এতে শুধু মাত্র বাঁকানো প্রান্তের ৫.১ বা ৫.৫ ইঞ্চির ডিসপ্লে পাবো।

কন্ট্রোল কিগুলি ভার্চূয়াল হবে। থাকছে কোয়ালকমের আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার প্রযুক্তি। এই কিগুলি গ্লাসের নিচে লুকানো অবস্থায় থাকতে পারে। 
ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপের বদলে থাকবে ভিভ ল্যাবের তৈরি উন্নত সফটওয়্যারযুক্ত ইন-হাউজ ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। 

galaxy s8

Comments