Home » Blog » Tech News » অপোর শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরার দুটি স্মার্টফোন বাজারে

অপোর শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরার দুটি স্মার্টফোন বাজারে

অপোর শক্তিশালী ব্যাটারি ও ক্যামেরার দুটি স্মার্টফোন বাজারে

দেশে অপো এ৯ ২০২০ ও এ৫ ২০২০ উন্মোচন করলো অপো বাংলাদেশ। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার লেকশোর হোটেলে অনষ্ঠান আয়োজনের মাধ্যমে স্মার্টফোন দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং, ক্রিকেটার তাসকিন আহমেদসহ আরও অনেকে।

৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা যুক্ত অপো এ৯ ২০২০ –এ থাকছে ৮ গিগা র‍্যাম, ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। আর অপো এ৫ ২০২০-এ তে থাকছে কোয়াড ক্যামেরা, ৪ গিগা র‍্যাম ও ১২৮ গিগা মেমরি। ফোন দু’টি পাওয়া যাবে যথাক্রমে ২৪ হাজার ৯৯০ এবং ১৯ হাজার ৯৯০ টাকায়।

অনুষ্ঠানে অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, সাশ্রয়ী দামের স্মার্টফোন ক্রেতাদের হাতে তুলে দেওয়ার প্রয়াসে অপো বাংলাদেশ নিয়ে এলো এ৯ ২০২০ এবং এ৫ ২০২০ স্মার্টফোন দুটি।

অপো এ৯ ২০২০ স্মার্টফোনের অগ্রিম বুকিং শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে।

Leave a Reply