দেশের বাজারে রেনো সিরিজের দুই স্মার্টফোন আনতে যাচ্ছে অপো। ডিভাইস দুটি হলো অপো রেনো ও অপো রেনো ১০এক্স জুম। দেশের বাজারে অপো রেনো এবং রেনো ১০এক্স জুম মিলবে যথাক্রমে ৪৯ হাজার ৯৯০ এবং ৭৯ হাজার ৯৯০ টাকায়।
অপো রেনো এবং রেনো ১০এক্স জুমে থাকছে নচবিহীন আল্ট্রা এইচডি প্লাস প্যানারমিক ডিসপ্লে। রেনো সিরিজের ফ্ল্যাগশিপ হিসেবে পরিচিতি পাওয়া রেনো ১০এক্স জুমে রয়েছে ৭ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। অন্যদিকে অপো রেনোতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।