Home » Blog » Tech News » অ্যাপলের নতুন আইপ্যাড

অ্যাপলের নতুন আইপ্যাড

অ্যাপলের নতুন আইপ্যাড

বুধবার (সেপ্টেম্বর ২৫) থেকে বিশ্বের বিভিন্ন দেশে নতুন এন্ট্রি লেভেল আইপ্যাড পৌঁছে দেওয়ার কাজ শুরু করার কথা অ্যাপলের। সপ্তাহের শেষ নাগাদ নিজেদের রিটেইল স্টোরেও আইপ্যাড বিক্রি শুরু করবে অ্যাপল। ১০.২ ইঞ্চি ডিসপ্লে সাইজের এই ডিভাইসটির বাজারে আসার কথা ছিল এ মাসের ৩০ তারিখ।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ’র বরাতে জানা গেছে, নতুন সপ্তম প্রজন্মের আইপ্যাডের ওয়াই-ফাই মডেলটি ৩৯৯ ডলার এবং ওয়াই-ফাই ও সেলুলার ডেটার মডেলটি ৪৯৯ ডলারে বিক্রি করবে অ্যাপল। বাড়তি স্ক্রিন সাইজ ছাড়াও নতুন এই আইপ্যাডে যোগ করা হয়েছে হয়েছে স্মার্ট কানেক্টর। এর মাধ্যমে খুব সহজেই আইপ্যাড এয়ারে ব্যবহৃত স্মার্ট কি-বোর্ড সংযুক্ত করা সম্ভব হবে। এছাড়া এতে রয়েছে অ্যাপল পেন্সিল সাপোর্ট এবং এ১০ ফিউশন চিপ।

নতুন এই এন্ট্রি লেভেল আইপ্যাডে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে আইপ্যাডওএস। ভার্জ জানিয়েছে, উন্নত মাল্টি-টাস্কিং ক্ষমতাসম্পন্ন এই আইপ্যাডওএস-এ দেখা মিলবে নতুন হোম স্ক্রিনের যা ব্যবহারকারীকে একত্রে অনেক বেশি অ্যাপ দেখাতে এবং সাফারিতে ‘ডেস্কটপ-ক্লাস’ ওয়েব ব্রাউজিংয়ের সুবিধা দিতে পারবে।       

Leave a Reply