Home » Blog » Tech News » অ্যাপল ওয়াচ বিস্ফোরণ, মুখ না খুলতে হুমকি

অ্যাপল ওয়াচ বিস্ফোরণ, মুখ না খুলতে হুমকি

apple watch

বিভিন্ন সময়ে মানুষের প্রাণ বাঁচিয়ে শিরোনামে এসেছে অ্যাপল ওয়াচ। তবে এবার সম্পূর্ণ পৃথক কারণে খবরে এই স্মার্টওয়াচ। সম্প্রতি একটি অ্যাপল ওয়াচ সিরিজ ৭ -এ বিস্ফোরণের খবর সামনে এসেছে।

apple watch

৯ টু ৫ ম্যাক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি অ্যাপল ওয়াচ সিরিজ ৭ বিস্ফোরণের খবর প্রকাশ্যে এসেছে। ওই স্মার্টওয়াচ অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনা।

আরও পড়ুন: মাত্র ৯৯৯৯ টাকায় এলইডি টিভি

বিস্ফোরণের খবর প্রকাশিত হতেই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে অ্যাপ। একই সঙ্গে সংস্থার বিরুদ্ধে অভিযোগ ঘটনার পরে চুপ থাকতে গ্রাহকের উপরে চাপ সৃষ্টি করা হয়েছে।

আরও পড়ুন: একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় ইভ্যালি

৯ টু ৫ ম্যাক ওয়েবসাইটের সঙ্গে কথোপকথনে সেই অ্যাপল ওয়াচ ব্যবহারকারী জানিয়েছেন হাতে থাকার সময় হঠাৎ এই ডিভাইস অস্বাভাবিক গরম অনুভূত হতে শুরু করে। তখন তিনি খেয়াল করেন ওয়াচের পেছনের দিক ফেটে গিয়েছে। সঙ্গে সঙ্গে ডিভাইস বন্ধ করে দেওয়ার সতর্কবার্তা দিতে শুরু করে অ্যাপল ওয়াচ। অতিরিক্ত গরম হওয়ার কারণেই এই সতর্কবার্তা দেখানো শুরু হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এই সময় ঘরের মধ্যেই ছিলেন এই ওই ব্যবহারকারী। তার দাবি ঘরের তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস।

আরও দেখুন: Samsung Galaxy A04s বাংলা রিভিউ

সঙ্গে সঙ্গে অ্যাপল সাপোর্টের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বর্ণনা দিতে শুরু করেন তিনি। একাধিক কর্মকর্তাদের
সঙ্গে বার বার কথা হয়। সব শেষে ম্যানেজারের সঙ্গে কথা হলে ঘটনার তদন্তের আশ্বাস দেওয়া হয়। যদিও এর পরে অ্যাপলের পক্ষ থেকে এই গ্রাহককে কোন সমাধান জানানো হয়নি। এই ডিভাইস আর স্পর্শ না করার পরামর্শ দিয়েছিলেন অ্যাপল কর্মকর্তারা।

আরও দেখুন: ১০ থেকে ১৫ হাজার টাকার মোবাইল ২০২২

পরদিন সকালে ঘটনা আরও ভয়াবহ আকার নেয়। ডিভাইস থেকে ফাটার আওয়াজ শোনা যায়। অ্যাপল ওয়াচ এতটাই গরম হয় যে ডিসপ্লে ফেটে যায়। প্রমাণ হিসাবে অ্যাপলকে পাঠানোর জন্য ডিভাইস হাতে নিয়ে ছবি তোলার সময় হাতেই ফেটে যায় ওয়াচ। সঙ্গে সঙ্গে জানলা থেকে এই ডিভাইস বাইরে ছুঁড়ে ফেলেন তিনি। হাত পুড়ে যাওয়ার কারণে হাসপাতালে যেতে হয় এই গ্রাহককে।

আরও পড়ুন: ইউটিউব থাম্বনেইল বানিয়ে আয় করুন

এরপর আবার অ্যাপলেরর সঙ্গে যোগাযোগ করেন এই ব্যক্তি। প্রতিষ্ঠানটিন পক্ষ থেকে জানানো হয় সর্বাধিক গুরুত্ব সহকারে এই ঘটনাকে প্রাধান্য দেওয়া হবে ও পরবর্তী সোমবার এই বিষয় সম্পর্কে জানাতে গ্রাহকের সঙ্গে ফের যোগাযোগ করা হবে। কিন্তু এর পর থেকে অ্যাপলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ।

পরীক্ষার জন্য এই ডিভাইসটি গ্রাহকের বাড়ি থেকে বিনামূল্যে কোম্পানির ল্যাবে নিয়ে গিয়েছে অ্যাপল। একই সঙ্গে ঘটনা জানাজানি না হয় সেই শর্তের জন্য বিশেষ কাগজে গ্রাহককে সই করানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ। তবে হুমকিকে গুরুত্ব না দিয়েই সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন এই ব্যক্তি।

Leave a Reply