চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়ালমি এর কাছে নতুন নতুন বিতর্কে জড়িয়ে পড়াটা এখন নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT এর বেঞ্চমার্ক জালিয়াতিকে কেন্দ্র করে ফোনটিকে তিন মাসের জন্য আনটুটু প্লাটফর্ম থেকে নিষিদ্ধ করে কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় এবার Realme narzo 30A এর লঞ্চ ইভেন্টে নতুন বিতর্কের সামনে পড়েছে তারা।
বাংলাদেশে Realme narzo 30A এর লঞ্চ ইভেন্টের অংশ হিসেবে বাংলাদেশী ই-স্পোর্টস দল A1 eSports কে আমন্ত্রণ জানায় রিয়ালমি। তাদের মাধ্যমে ব্যাটল রয়্যাল গেম পাবজি মোবাইল স্ট্রিমিং এরও আয়োজন করে কোম্পানি। আর বিপত্তি বাধে এখানেই, A1 Esports দল গেমটি খেলার জন্য আইফোন ব্যবহার করলেও রিয়ালমি দাবি করে যে, এটি Realme narzo 30A ডিভাইজটি দিয়ে খেলা হয়েছে। অথচ স্ট্রিমিং এর একটি পর্যায়ে guided access পপ-আপ নোটিফিকেশন আসে যা কেবলমাত্র আইওএস চালিত ডিভাইসেই দেখা যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার পর অবশেষে রিয়ালমি কর্তৃপক্ষ মুখ খুলেছে এই প্রসঙ্গে। একটি অফিশিয়াল বিবৃতিতে রিয়ালমি জানায়, ” করোনা মহামারীর জন্য Realme narzo 30A এর গেমপ্লে ভিডিও অনেক আগেই রেকর্ড করে রাখা হয়েছিলো। পরবর্তীতে এই ভিডিও প্রোসেসিং এর জন্য ভুলক্রমে আইফোনের গেমপ্লে ভিডিও পাঠানো হয়। এটি নজরে আসার পরপরই রিয়ালমি কর্তৃপক্ষ A1 Esports দলের সাথে যোগাযোগ করে এবং এই ব্যাপারে নিশ্চিতও হয় তারা।
রিয়ালমি অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত। খুব শীঘ্রই রিয়ালমি আবার narzo 30A এর গেমপ্লে ভিডিও প্রকাশ করবে বলে নিশ্চিত করেছে। এদিকে গত ২১ মার্চ দেশের বাজারে ৬ হাজারম এমএএইচ ক্যাপাসিটির বিশাল ব্যাটারী ব্যাকআপ ও মিডিয়াটেক জি ৮৫ চিপসেটের সাথে উন্মোচন করা হয়েছিল narzo লাইনআপের এই গেমিং স্মার্টফোনটি। বাংলাদেশে Realme narzo 30A ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১২,৯৯০ টাকা। ফোনটি দেশজুড়ে পাওয়া যাচ্ছে রিয়ালমির সকল ব্র্যান্ড শপে।