Home » Blog » Tech News » আইফোন ১৩ সিরিজের ডিজাইন ফাঁস, নেই চমক

আইফোন ১৩ সিরিজের ডিজাইন ফাঁস, নেই চমক

Iphone

আইফোন ১৩ সিরিজ নিয়ে ব্যবহারকারীদের কৌতুহলের শেষ নেই। এই কৌতুহল আরো বাড়িয়ে দিলো সম্প্রতি ফাঁস হওয়া ডিজাইন। এদিকে আগেই অ্যাপল জানিয়েছে, আইফোনের নতুন সিরিজে আগের চেয়ে সবচেয়ে বেশি আপগ্রেড আনা হবে।

সৌদির শীর্ষস্থানীয় জেনারেলের ফাঁসির আদেশ প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ডিজিটাইমসের বরাতে ফোর্বসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নতুন আইফোনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে বিশেষজ্ঞরা বলেন, আইফোন ১৩ সিরিজে সন্তুষ্ট না হলে ব্যবহারকারীদের আইফোন ১৪ সিরিজের জন্য অপেক্ষা করা।

এদিকে অ্যাপল সূ‌ত্রে জানা গেছে, আইফোন ১২ সিরিজ ব্যবহারকারীরা ক্যামেরা নিয়ে সন্তুষ্ট নন। তাই ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন সিরিজের ক্যামেরায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন। আইফোন ১৩ সিরিজের ক্যামেরা হবে উন্নত মানের।

একইসঙ্গে বলা হয়েছে, ক্যামেরা ও ব্যাটারির পরিবর্তনের পাশাপাশি নতুন ডিসপ্লে এবং এ-১৫ চিপ ও ফাইভ-জি মডেম থাকবে। কিন্তু নতুন সিরিজে থাকছে কেবল এ-১৫ বায়োনেট চিপসেট ও ফাইভ-জি।

নতুন আইফোন সিরিজের ডিজাইন ফাঁসের ঘটনা এই প্রথম নয়। এরআগেও সিরিজটির ক্যামেরা সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে।

ডেইলি বাংলাদেশ/

Leave a Reply