Home » Blog » Tech News » আগামী সপ্তাহে বাজারে আসছে Poco X2

আগামী সপ্তাহে বাজারে আসছে Poco X2

আগামী সপ্তাহে বাজারে আসছে Poco X2

4 ফেব্রুয়ারি লঞ্চ হবে Poco X2। সব জল্পনার অবসান ঘটিয়ে এই খবর জানিয়ে দিল চিনের কোম্পানিটি। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে Poco। এছাড়াও ঐ দিন নতুন দিল্লিতে এক লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম দপ্তরে সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পৌঁছতে শুরু করেছে। সম্প্রতি Xiaomi -র ছত্রছায়া থেকে বেড়িয়ে পৃথক ব্যান্ডের তকমা পেয়েছিল Poco। এর পরেই কোম্পানির প্রধান সি মনমোহন জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই দ্বিতীয় ইনিংস শুরু করবে কোম্পানি। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। এছাড়াও থাকতে পারে একটি 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। সম্প্রতি চিনে লঞ্চ 4G ও 5G ভেরিয়েন্টে লঞ্চ হয়েছিল Redmi K30। এই ফোনের 4G ভেরিয়েন্টে একটি Snapdragon 730G চিপসেট। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি ডিসপ্লে। 120Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন।

Leave a Reply