Home » Blog » Tech News » আগামী সপ্তাহে বাজারে আসছে Realme 6i

আগামী সপ্তাহে বাজারে আসছে Realme 6i

আগামী সপ্তাহে বাজারে আসছে Realme 6i

আগামী সপ্তাহেই উন্মোচিত হবে Realme 6i। 17 মার্চ মায়ানমারে নতুন স্মার্টফোন নিয়ে আসতে চলেছে Realme। সম্প্রতি মায়ানমারে কোম্পানির ফেসবুক পেজ থেকে এই ঘোষণা করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি Geekbench ওয়েবসাইটে RMX2040 মডেল নম্বরে এই ফোন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে ্রিলিজ হয়েছিল Realme 6 ও Realme 6 Pro। এই দুই ফোনের থেকে তুলনামূলক কম শক্তিশালী হার্ডওয়্যার সহ প্রতিবেশী দেশে আসতে চলেছে Realme 6i। 17 মার্চ বাংলাদেশী সময় দুপুর সাড়ে 12 টায় মায়ানমারে লঞ্চ হবে Realme 6i। এই ফোনে থাকবে  MediaTek Helio G80 চিপসেট। সঙ্গে থাকবে 4GB RAM। লঞ্চের সময় এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। Realme 6 সিরিজের অন্য ফোনগুলির মতোই Realme 6i -এর পিছনে চারটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। এই ফোনের ভিতরে 5,000 mAh ব্যাটারি থাকবে। সঙ্গে থাকবে USB Type-C পোর্টও 18W ফাস্ট চার্জ সাপোর্ট।নতুন এই ফোনের আয়তন 164.4×75.4×9.0 মিমি ও ওজন 195 গ্রাম। মায়ানমারের বাইরে কবে এই ফোন লঞ্চ হবে জানায়নি Realme। জানা যায়নি এই ফোনের সম্ভাব্য দাম।

Leave a Reply