Home » Blog » Tech News » আমাজন পুড়ছে ১৬ দিন ধরে

আমাজন পুড়ছে ১৬ দিন ধরে

আমাজন পুড়ছে ১৬ দিন ধরে

আমাজন পুড়ছে! 

বিগত প্রায় ১৬ দিন ধরে ভয়াবহ দাবানলে আমাজনের জঙ্গল পুড়ছে! 

পৃথিবীর ফুসফুস বলা হয় যাকে, যে জঙ্গল পৃথিবীর ২০% অক্সিজেন প্রদান করে, যার কারনে পৃথিবীর ১০% Bio Diversity সম্পন্ন হয়, যার উপরেই পৃথিবীর ক্লাইমেট অনেকাংশে নির্ভর করে, সেই জঙ্গল জ্বলছে!! 

পুড়ে খাক হচ্ছে গাছপালা, জীব-জন্তু! অথচ সেভাবে মিডিয়ার কভারেজ নেই, মানুষের ভ্রুক্ষেপ নেই এবং আগুন নেভাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না ব্রাজিল সরকারের পক্ষ থেকে!

এই দাবানল এতই বীভৎস যে স্পেস থেকে পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে!

১৭০০ কিমি দূরে পর্যন্ত ছাই উড়ে যাচ্ছে! আমাদের সবার এই ব্যাপারে এগিয়ে এসে এই ব্যাপারে Buzz তৈরি করা উচিত যাতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় এই দাবানল নির্বাপনের জন্যে । 

এগিয়ে আসুন! আমরা কিছু না পারি অন্তত এটাকে ইন্টারনাশন্যাল ইস্যু বা ইন্টারেস্ট বানাই যাতে সবার চোখে আসে ব্যাপারটা। 

ছড়িয়ে দি সবার কাছে, যেন সবাই সম্মিলিতভাবে এই দাবানল বন্ধ করার ব্যাপারে সচেষ্ট হন।

আমাজন বাঁচলে পৃথিবী বাঁচবে

#PrayForAmazon #Amazonrainforest

Leave a Reply