Home » Blog » Tech News » আসছে অপোর নতুন ফাইভজি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X2

আসছে অপোর নতুন ফাইভজি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X2

আসছে অপোর নতুন ফাইভজি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Oppo Find X2

নতুন ফাইভজি ফ্ল্যাগশিপ ডিভাইস ফাইন্ড এক্স২ আনতে যাচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। আগামী ৬ মার্চ বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিট থেকে অপোর ইউটিউব চ্যানেলে স্মার্টফোনটির উন্মোচন অনুষ্ঠান সরাসরি স্ট্রিমিং করা হবে। সেরা অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে প্রতিনিয়তই নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয় অপো যা উন্মোচন করে নতুন সম্ভাবনার দ্বার। এরই ধারাবাহিকতায় অপো এবার বাজারে আনতে যাচ্ছে ফাইন্ড এক্স২। ব্যবহারকারীদের মতামতকে প্রাধান্য দিয়ে গবেষণা ও উন্নয়নে বড় বিনিয়োগ করেছে অপো যার অংশ হিসেবে অপো ফাইন্ড এক্স২ সিরিজ উন্মুক্ত করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীদের হাতে আরও উন্নত ডিভাইস তুলে দেওয়ার জন্য অপোর যে প্রচেষ্টা, অপো ফাইন্ড এক্স২ সিরিজ তারই একটি প্রয়াস। অপো ফাইন্ড এক্স২ সিরিজে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ডিসপ্লে যাতে গুরুত্ব দেওয়া হয়েছে স্ক্রিন রেজ্যুলেশন, রিফ্রেশ রেট, কালার ও ডায়নামিক রেঞ্জের উপর। ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে থাকছে কাস্টোমাইজড ফ্ল্যাগশিপ ইমেজ সেন্সর এবং এর সাথে থাকছে অপোর অত্যাধুনিক ফটোগ্রাফি প্রযুক্তি যা নিশ্চিত করবে প্রিমিয়াম ইমেজ কোয়ালিটি। এছাড়াও ফোনটিতে থাকছে কোয়ালকমের ফাইভজি প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ যা ডুয়াল মোড নেটওয়ার্ক সমর্থন করে যা ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।

Leave a Reply