Home » Blog » Tech News » আসছে ওয়ানপ্লাস ৪…..

আসছে ওয়ানপ্লাস ৪…..

আসছে ওয়ানপ্লাস ৪.....

ওয়ান প্লাস ওয়ান স্মার্টফোন ২ বছর আগে ছাড়ার সময়  বাজেট ফ্ল্যাগশিপ যে তৈরি করা যায় তা প্রমাণ করেছিল। পরবর্তীতে প্রতিষ্ঠানটি ওয়ান প্লাস ২ এবং ওয়ান প্লাস ৩ নামে আরও দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে ছাড়ে। চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে আসা নতুন এক প্রতিবেদন অনুযায়ী, ফ্ল্যাগশিপটির নতুন সংস্করণ ওয়ানপ্লাস ৪ ২০১৭ সালে বাজারে আসবে। নতুন ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩০ সিস্টেম অন চিপ থাকবে। স্যামসাংয়ের ১০ ন্যানোমিটার প্রক্রিয়ায় ফোনটি উৎপাদন করা হবে বলে শোনা যাচ্ছে।

ওয়ানপ্লাস ৪ স্মার্টফোনে ৩ গিগাহার্টজ ক্লকড স্ন্যাপড্রাগন ৮৩০ সিস্টেম অন চিপ এবং আদ্রেনো ৬২০ জিপিইউ থাকবে। স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমে চলবে বলেও শোনা যাচ্ছে। তাছাড়া এতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী থাকতে পারে। ওয়ানপ্লাস এর আগে জানিয়েছিল, প্রতিষ্ঠানটি বছরে একটি ফ্ল্যাগশিপ উন্মোচনের পরিকল্পনা করছে। তাছাড়া প্রতিষ্ঠানটি ওয়ানপ্লাস ৩ স্মার্টফোনের আপডেট সংস্করণ হিসেবে ওয়ানপ্লাস থ্রিটি বাজারে ছাড়বে বলেও শোনা যাচ্ছে।

 

                                                                                                                                                                                                   সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

oneplusone 4 specification

Leave a Reply