স্যামসাং এর গ্যালাক্সি সি৭ প্রো … …
‘এসএম-সি৭০১০’ কোড নেমের স্যামসাং গ্যালাক্সি সি৭ প্রো ডিভাইসটিতে আছে ৪ গিগাবাইট র্যাম এবং অ্যান্ড্রয়েড ৬.০.১ মার্শম্যালো অপারেটিং সিস্টেম। এছাড়া প্রকাশিত তথ্য অনুযায়ী, ডিভাইসটিতে থাকছে একটি ৫.৭ ইঞ্চি আকারের ডিসপ্লে ইউনিট।ডিভাইসটি সম্পর্কে এর চাইতে বেশি কিছু জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি সি৭ প্রো ডিভাইসটির দেখা মিলেছে জনপ্রিয় ক্রস-প্ল্যাটফর্ম প্রসেসর বেঞ্চমার্কিং টুল গিকবেঞ্চে। গত মাসে যাউবার তালিকায়ও নতুন এই ডিভাইসটির দেখা মিলেছে। গিকবেঞ্চ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৬২৬ সিস্টেম অন চিপসেট।
…. ….. …সূত্র: জিএসএম এরিনা