Home » Blog » Tech News » আসছে রেডমি নোট ৮ এর ২০২১ ভার্সন

আসছে রেডমি নোট ৮ এর ২০২১ ভার্সন

রেডমি নোট ৮ ২০২১ ভার্সন

বিগত কিছু দিন ধরেই জল্পনা চলছে Redmi Note 8-এর নতুন ভার্সন নিয়ে। জল্পনা চলছিল যে, Xiaomi এই ফোনের একটি 2021 ভার্সন লঞ্চ করতে চলেছে। আর সেই জল্পনাই এবার সত্যি হতে চলেছে। খুব শিগগিরই লঞ্চ করবে Redmi Note 8 (2021) মডেল। কোম্পানির তরফে এদিন টুইট করে এই খবর জানানো হয়েছে। পাশাপাশিই আবার টুইটে এ-ও বলা হয়েছে যে, এই ফোনের আগের ভার্সন অর্থাৎ অরিজিনাল Redmi Note 8 ফোনটি 25 মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল ভারতে।

2019 সালে লঞ্চ করেছিল Redmi Note 8। আর এখন আমরা ব্যবহার করছি Redmi Note 10 Series-এর ফোনগুলি, যেগুলি চলতি বছরেই লঞ্চ করা হয়েছে। আর এখন দেখার বিষয় এটাই যে, এই নতুন অবতারের ফিচার্স এবং স্পেসিফিকেশনসে কী কী চমক দিতে পারে কোম্পানি। তবে, মনে করা হচ্ছে ফোনটির অভূতপূর্ব সাফল্য থেকেই এক্কেবারে ঢেলে সাজানো হতে পারে এই Redmi Note 8 (2021) মডেল। Xiaomi-র তরফে এই আসন্ন মডেলের ফিচার্স এবং স্পেসিফিকেশনস সম্পর্কে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। তবে, একাধিক লিক থেকে Redmi Note 8 (2021) মডেলের বেশ কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশনস সম্পর্কে আমরা জানতে পেরেছি।

খুব সম্প্রতি FCC ওয়েবসাইটে একটি Xiaomi ফোনের দেখা মিলেছে, যার মডেল নম্বর M1908C3JGG। লিকস্টার Kacper Skrzypek দাবি করেছিলেন যে, এই ফোনটি আদতে Redmi Note 8 (2021)। পাশাপাশিই তিনি এ-ও জানিয়েছিলেন যে, এই স্মার্টফোনে একটি MediaTek Helio G85 প্রসেসর দেওয়া হচ্ছে, যা পেয়ার করা থাকবে 128 GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে। এই স্মার্টফোনে অত্যন্ত শক্তিশালী 4,000mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।সফ্টওয়্যারের দিক থেকে Redmi Note 8 (2021) ফোনটি চালিত হবে Android 11 বেসড কোম্পানির নিজস্ব MIUI 12.5 আউট অফ দ্য বক্সের সাহায্যে। জানা গিয়েছে, Redmi Note 8 (2021) ফোনে থাকছে একটি কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সর হবে 48MP। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লেতে থাকছে একটি ওয়াটার ড্রপ নচ।

সূত্রের খবর, এই Redmi Note 8 (2021) মডেলটি আপাতত ইউরোপ এবং রাশিয়ার মার্কেটের জন্যই লঞ্চ করতে যাচ্ছে Xiaomi। এমনকি ফোনটি লঞ্চ করার জন্য যে টুইট করা হয়েছে, যা Xiaomi- Global টুইটার অ্যাকাউন্ট থেকেই। সেখান থেকেই একপ্রকার পরিষ্কার হয়ে গিয়েছে যে, প্রাথমিক ভাবে এই মডেল রাশিয়া এবং ইউরোপে নিয়ে আসা হবে। যদিও বাংলাদেশে ফোনটি লঞ্চ হবে কী না এবং হলেও তা কবে নাগাদ হবে, সে বিষয়ে Xiaomi-র তরফে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত বা বার্তা দেওয়া হয়নি।

Leave a Reply