বাংলাদেশের স্মার্টফোন বাজার মাতাতে সিম্ফোনি খুব শীঘ্রই বাজারে আনতে যাচ্ছে Symphony Atom II ডিভাইসটি। সম্প্রতি সিম্ফোনি তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে। সে সাথে ফোনটির দাম বলে আকর্ষণীয় পুরস্কার জেতারও সুক্সোগ থাকছে।
ফোনটিতে স্পেসিফিকেশন সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায় নি। তবে, ফোনতিতে থাকবে ডুয়াল এ আই ক্যামেরা। ফোনটি বাজারে পাওয়া যাবে ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে ২ জিবি র্যাম ভ্যারিয়েন্টে। এছাড়াও, ফোনটি দেখতে অনেক সুন্দর বলে মন্তব্য করেছেন নেটিজেনরা।
ফোনতির বিস্তারিত আপডেট পেতে নজর রাখুন Sotophone ওয়েবসাইটটিতে।