দক্ষিণ কোরিয়ার বাজারে ৫জি ট্যাবলেট ছাড়বে স্যামসাং ইলেকট্রনিক্স। স্যামসাং জানিয়েছে, তাদের নির্মিত গ্যালাক্সি এস৬ ৫জি-ই হবে বিশ্বের প্রথম ৫জি ট্যাবলেট। দক্ষিণ কোরিয়ার স্থানীয় বাজারে ৯ লাখ ৯৯ হাজার ৯০০ ওন বা ৮৫০ ডলারের বিনিময়ে বিক্রি করা হবে ডিভাইসটি।
বিশ্বের অন্যান্য দেশের বাজারে কবে নাগাদ ট্যাবলেটটি আসবে, তা জানা যায়নি। তথ্য অনুযায়ী, ট্যাবলেটটির ওজন হবে ৪২০ গ্রাম, স্ক্রিন হিসেবে এতে দেখা মিলবে সুপার অ্যামোলেড ডিসপ্লের, সঙ্গে থাকছে ,একেজি-টিউনড কোয়াড স্পিকার। ডিভাইসটি স্মার্ট,এস পেন সাপোর্ট করবে বলেও জানা গেছে।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার বাজারে ট্যাবলেটটির যে মডেল বিক্রি হবে, তাতে স্টোরেজ থাকবে ১২৮ গিগাবাইট, আর রং হবে ধূসর।সামনে ৫জি ডিভাইসের মা্ধ্যমে বিশ্ববাজারে নেতৃত্ব দিতে চাইছে স্যামসাং।
বর্তমানে গ্যালাক্সি এস১০ ৫জি, নোট ১০ ৫জি, এ৯০ ৫জি ডিভাইস বিক্রি করছে স্যামসাং । গত বছরের হিসেব অনুযায়ী, বিশ্ব ৫জি স্মার্টফোন বাজারে দ্বিতীয় স্থানে রয়েছে স্যামসাং।