বাজারে নিত্য নতুন স্মার্টফোন আনতে জুড়ি নেই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি এর। এরই ধারাবাহিকতায় এবার ইন্টারনেটে ফাঁস হলো এর আপকামিং ডিভাইস রিয়েলমি ভি৩। ইন্টারনেটে ছবি ফাঁস হওয়ার পর রিয়েলমি নিজেই এর ওইবো হ্যান্ডেলে ডিভাইসটির ছবি প্রকাশ করে এর সত্যতা নিশ্চিত করে।
গুঞ্জণ আনুযায়ী স্মার্টফোনটিতে থাকবে 6.5 inch ফুল এইচ ডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে, রেক্ট্যাংগুলার সারফেসে সাজানো কোয়াড ক্যামেরা সেট আপ। এই ক্যামেরা সেট আপ রিয়েলমি স্মার্টফোনে এটিই প্রথম। ক্যামেরা লে-আউট দেখে বুঝাই যাচ্ছে ফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকবে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটির ডান পাশে থাকবে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ভিলিউম রকার এবং সীম ট্রে।
ফোনটিকে পাওয়ার করবে ৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি যাকে চার্জ করার জন্য থাকবে ফার্স্ট চার্জিং চার্জার।
যদিও ফোনটি নিয়ে শুধুমাত্র ছবি ছাড়া আর কোন কিছু ফিচার প্রকাশ করেনি রিয়েলমি তবে বুঝাই যাচ্ছে পরবর্তী মেগা হাইপ ফোন হতেই যাচ্ছে RealMe V5।