ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এই রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জনে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগের দিনের চেয়ে শনিবার মৃত্যুর হার বেড়েছে ১৯ দশমিক ৬ শতাংশ, আগের দিন দেশটিতে মারা যায় ৬২৭ জন। গত ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে ছয় হাজারের বেশি মানুষের, দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৮ জনে। নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি এলাকা। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৫১৫ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৫ জনের। শনিবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৭২ জন পুরোপুরি সুস্থ হয়েছেন। এদিন আইসিইউতে আছেন দুই হাজার ৮৫৭ জন, যেখানে আগের দিন ছিলেন দুই হাজার ৬৫৫ জন।