Home » Blog » Tech News » ইন্টারনেটে ফাঁস হলো Oppo A53 ফোনের ফিচার

ইন্টারনেটে ফাঁস হলো Oppo A53 ফোনের ফিচার

ইন্টারনেটে ফাঁস হলো Oppo A53 ফোনের ফিচার

বর্তমান সময়ে প্রতিটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানই কাজ করে যাচ্ছে মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে নতুন নতুন স্মার্টফোন উপহার দিতে। আর, করোনাকালীন সময়ের পর এই ধারা আরো বেগবানই হয়েছে। এর 

সম্প্রতি Oppo ব্র্যান্ডটিও মিড রেঞ্জ বাজেট সেগমেন্ট দখল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর, এরই ধারাবাহিকতায় ইন্টারনেটে ফাঁস হলো Oppo এর  আপকামিং ডিভাইস Oppo A53।

 

 

ফাঁস হওয়া ফিচার থেকে দেখা যায় ফোনটিতে থাকবে ৬.৫ ইঞ্চি এল সি ডি ডিসপ্লে। যার রিফ্রেশ রেট থাকবে ৯০ হার্জ। ফোনটি সম্ভবত ৬৪/১২৮ জিবি স্টোরেজ এবং ৪/৬ জিবি র‍্যাম এই দুই ভ্যারিয়েন্টে বাজারজাত করা হবে। ফোনটিতে থাকবে ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি এবং চার্জিং সুবিধার জন্য থাকবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। ফোনটির অন্যতম আকর্ষণীয় দিক হবে এর ক্যামেরা সেকশন। ফো, নটিতে থাকবে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল ১্রিয়্যার ক্যামেরা। 

Leave a Reply