আগামীকাল রবিবার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত সারাদেশে ইন্টারনেট সেবা ও ক্যাবল নেটওয়ার্ক সংযোগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আইএসপিএবি ও কোয়াব। সেই সিদ্ধান্তের বিষয়ে শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সংগঠন দুটি। বিকল্প ব্যবস্থা না করে এবং সময় না দিয়ে ওভারহেড ক্যাবল (ঝুলন্ত তার) কাটার প্রতিবাদে এই কর্মসূচি বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি’র সভাপতি আমিনুল হাকিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দুই সংগঠন (আইএসপিএবি ও ডিশ সংযোগ সেবাদাতাদের সংগঠন কোয়াব) মিলে সংবাদ সম্মেলন ডেকেছি। সংবাদ সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার সংযুক্ত থাকতে সম্মতি দিয়েছেন। ’ আইএসপিএবি সভাপতি জানান,সংবাদ সম্মেলনে আমরা পরবর্তী করণীয় বা সিদ্ধান্ত আমরা ঘোষণা করবো।