করোনা পরবর্তী সময়ে যে কোম্পানিগুলো স্মার্টফোন বাজারে সবচেয়ে বেশী প্রভাব বিস্তার করছে তার মধ্যে অন্যতম হচ্ছে অপ্পো। সম্প্রতি কোম্পানিটি এই বছরের সবচেয়ে স্লীম ফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে। নতুন ডিভাইসের নাম হচ্ছে “Oppo F17″।
আজ একটি ভিডিয়ো প্রকাশ করেছে অপ্পো। এই ভিডিয়োতে ফোনটির বাম পাশ দেখা যায় যাতে দেখা যায় ফোনটির বাম পাশে থাকবে ভলিউম রকার এবং সীম স্লট। এছাড়া ফোনটি নিয়ে অপ্পোর প্রকাশিত ভিডিয়োতে দেখা যাচ্ছে ফোনটিতে থাকতে পারে কোয়াড ক্যামেরা সেট আপ। অপ্পোর দাবী এটাই হবে এই বছরের সবচেয়ে স্লীম ডিভাইস। এছাড়া, বাকী আর কোন স্পেসিফিকেশন ফোনটি নিয়ে প্রকাশ করে নি অপ্পো।
ভারতে ফোনটির দাম হবে ২৫০০০ হাজার রুপি।