শীঘ্রই আরও একটা 5G স্মার্টফোন নিয়ে আসছে Vivo। নতুন Vivo Z6 5G -তে কম্পিউটারের মতো লিকুইড কুলিং থাকবে। 29 ফেব্রুয়ারি চিনে এই ফোন রিলিজ হবে। ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জ সাপোর্ট। নতুন 5G ফোনে মিডরেঞ্জ চিপসেট ব্যবহার হয়েছে। এই ফোনে Snapdragon 765 চিপসেট দেখা যাবে। প্রসেসরের সঙ্গে রয়েছে বিশেষ লিকুইড কুলিং প্রযুক্তি। কম্পিউটার প্রসেসরে এই ধরনের কুলিং ব্যবহার হয়। Vivo Z6 5G -তে একাধিক স্তরে গ্রাফাইট হিট সিঙ্ক ব্যবহার হয়েছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 85 মিমি লিকুইড কুলিং টিউব। Vivo জানিয়েছে শুধুমাত্র কম্পিউটার প্রসেসরেই এই ধরনের কুলিং ব্যবহার হয়। কোম্পানির দাবি এর ফলে প্রসেসরের তাপমাত্রা সব সময় সাধারণ তাপমাত্রার থেকে 10 ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে দীর্ঘ সময় একটানা গেম খেললেও ফোন গরম হবে অথবা স্লো হবে না। এছাড়াও কোম্পানি জানিয়েছে এই ফোনে Multi-Turbo 3.0 মোড থাকছে। সফটওয়্যার অপটিমাইজেশনের মাধ্যমে এই মোডে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা পাওয়া যাবে। যদিও Vivo Z6 5G -র দাম সম্পর্কে কিছু জানায়নি কোম্পানিটি। TENAA লিস্টিং থেকে জানা গিয়েছে Vivo Z6 5G তে থাকবে 6.57 ইঞ্চি ডিসপ্লে। ফোনের ভিতরে Snapdragon 765 চিপসেটের সঙ্গেই থাকবে 6GB ও 8GB RAM। 64GB, 128GB ও 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। ডিসপ্লের উপরে থাকবে হোল পাঞ্চ।
