Home » Blog » Tech News » মটোরোলার কম দামের ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

মটোরোলার কম দামের ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

e32

মটো ই৩২ নামে সাশ্রয়ী দামের ফোন আনল মটোরোলা। এই ফোনটিতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৩৭ চিপসেট।

motorolla e32

শুক্রবার বাজেট সেগমেন্টে নতুন ফোনের ক্যামেরায় থাকছে কোয়াড পিক্সেল প্রযুক্তি। অর্থাৎ ফোনের ৪টি পিক্সেল একত্রিত হয়ে একটি বড় পিক্সেলের কাজ করবে। ফলে কম আলোতেও ঝকঝকে ছবি উঠবে। ফোনের ভিতরে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। চলতি বছরের শুরুতেই ইউরোপে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার দক্ষিণ এশিয়ার বাজারেও এলো।

আরও পড়ুন: টিকটক ভিডিও ধারণ বন্ধে ১৬ বাস কোম্পানিকে নোটিশ

মটোরোলার নতুন এই ডিভাইস ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে পাওয়া যাবে। কালো ও নীল রঙের ডিভাইসটি কেনার সুযোগ রয়েছে। অ্যানড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে চলবে এই ফোন। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ২০:৯। রিফ্রেশ রেট ৯০ হার্জ।

আরও পড়ুন: একবছর নিরবচ্ছিন্ন ব্যবসা করতে চায় ইভ্যালি

এই ফোনে শক্তি যোগাবে মিডিয়াটেক হেলিও জি ৩৭ মডেলের চিপসেট। মটো ই৩২ মডেলের ফোনের পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের সেন্সর। সব ক্যামেরায় ফুলএইচডি ৩০ এফপিএস রেটে ভিডিও রেকর্ড করা যাবে। এই ফোনের পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে মটোরোলা। এছাড়াও ফেস আনলক ফিচার থাকছে।

Leave a Reply