Home » Blog » Tech News » কম দামে শক্তিশালী ব্যাটারির ফোন আনলো ইনফিনিক্স

কম দামে শক্তিশালী ব্যাটারির ফোন আনলো ইনফিনিক্স

কম দামে শক্তিশালী ব্যাটারির ফোন আনলো ইনফিনিক্স

করোনা আবহে বিধ্বস্ত অর্থনীতির মূল্যবৃদ্ধির বাজারে জনসাধারণের কিছু কিনতে গিয়ে দিশেহারা হতে হয়। এবার সাধারণ মানুষের ক্রয়ের নাগালে পছন্দের স্মার্টফোন নিয়ে এসেছে ইনফিনিক্স স্মার্ট ৪ প্লাস।

ইনফিনিক্স স্মার্ট ৪ প্লাস ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে যার আসপেক্ট রেশিও ২০.৫:৯ এবং রেজোলিউশন ৭২০ X ১৬৪০ পিক্সেল।

আর স্ক্রিন টু বডি রেশিও ৯০.৫ শতাংশ। অপারেটিং সিস্টেম হিসাবে এতে আছে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক এক্সওএস ৬.০ ইউআই। ফোনের ভিতরে রয়েছে মিডিয়াটেক হেলিও এ২৫ প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।

ছবি তোলার জন্য স্মার্ট ৪ প্লাস ফোনে রয়েছে এআই ডুয়েল ক্যামেরা সেটআপ। যার মধ্যে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও অন্য ক্যামেরাটি ডেপথ সেন্সর। ডুয়েল সিমের এই ফোনে পাওয়ারের জন্য রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানির দাবি করেছে যে ব্যাটারি একবার ফুল চার্জ করলে ৪৪ ঘন্টা মিউজিক, ৩৮ ঘন্টা ভয়েস কল, ২৩ ঘন্টা ভিডিও দেখা যাবে।

এছাড়াও ব্রাউজিং করলে ২৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনে ডিটিএস-এইচডি সিনেম্যাটিক সাউন্ড সাপোর্ট রয়েছে।

Leave a Reply