ইউরোপের দেশ ফ্রান্সেও মৃত্যুর হার আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১১২ জন প্রাণ হারিয়েছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন দেড় সহস্রাধিক। স্থানীয় সময় রোববার (২২ মার্চ) দেশটির স্বাস্থ্য বিভাগের প্রধানের দেওয়া হিসাব অনুযায়ী, একদিনে শতাধিক মৃত্যুর পর সংখ্যাটা বেড়ে হয়েছে ৬৭৪ জন। নতুন করে ১ হাজার ৫৫৯ জন করোনায় আক্রান্ত মোট আক্রান্তের সংখ্যা এখন ১৬ হাজার ১৮ জন। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা জেরমি সলোমন বলেন, ভাইরাসটি মানুষকে মারছে এবং মেরেই চলেছে।
প্রতিদিন ৪ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তাদের সবাই এই হিসাবের মধ্যে পড়ছেন না। ভাইরাসটির সংক্রমণে অসুস্থ হওয়ার পর ৭ হাজার ২৪০ জন মানুষ হাসপাতালে ভর্তি রয়েছেন। সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।