Home » Blog » Tech News » গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে থাকছে ৬ জিবি র‌্যাম

গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে থাকছে ৬ জিবি র‌্যাম

গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে থাকছে ৬ জিবি র‌্যাম

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবো’র বরাত দিয়ে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট টেকট্যাস্টিক -এর এক প্রতিবেদনে উঠে এসেছে গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে থাকছে ৬ জিবি র‌্যাম জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

স্যামসাংয়ের পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস৮ সম্পর্কিত একটি অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনটি ৬জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে বাজারে আসবে। 

স্যামসাং গ্যালাক্সি এস৮ স্মার্টফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ সিস্টেম অন চিপ অথবা স্যামসাংয়ের নিজস্ব এক্সিনোজ ৯ সিরিজের সিস্টেম অন চিপ থাকবে বলে গুজব রয়েছে। আশা করা হচ্ছে, গ্যালাক্সি এস৮ ফ্ল্যাগশিপই প্রথম স্মার্টফোন যেখানে স্ন্যাপড্রাগন ৮৩৫ চিপসেট থাকবে। এ ছাড়া ফোনটিতে কুইক চার্জ ৪.০ ফার্স্ট চার্জিং প্রযুক্তি থাকবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এ ছাড়া ফিজিকাল হোম বাটন এবং ক্যাপাসিটিভ কি’র স্থলে প্রেসার সেনসেটিভ ডিসপ্লে থাকবে বলেও শোনা যাচ্ছে।

তবে উইবো’তে এর আগে তথ্যে বলা হয়েছিল, এস৮ স্মার্টফোনে ২কে সুপার অ্যামোলেড কার্ভড ৫.১ ইঞ্চি ডিসপ্লে থাকবে। তাছাড়া স্মার্টফোনটির বৃহদাকৃতির ভ্যারিয়েন্টে ৪কে রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ডিসপ্লে থাকবে। তাছাড়া ফোনটিতে ভিভ আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অ্যাসিস্ট্যান্ট থাকার কথা রয়েছে।

                                                                                                                                                                                                 সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

samsung galaxy s8 specification

 

Leave a Reply