চলুন জেনে নেওয়া যাক কীভাবে অংশগ্রহণ করতে হবে…
- টেক রিলেটেড যেকোন ইনফরমেটিভ কন্টেন্ট লিখে পোস্ট করুন আমাদের ফেসবুক গ্রুপে। সবচেয়ে বেশী সংখ্যক পোস্ট করা ব্যক্তি এগিয়ে যাবেন কন্টেস্টে। আর, টেক রিলেটেড পোস্ট যদি জনপ্রিয় (লাইক, কমেন্ট কিংবা শেয়ার সব মিলিয়ে কমপক্ষে ১০০টি রিয়েক্ট ) হয় তবে তা শেয়ার করা হবে আমাদের ওয়েবসাইটে। তবে, চেষ্টা করবেন, যেনো আপনার কন্টেন্টটি হুবহু কপি পেস্ট কিংবা সংগৃহীত না হয়।(***নিজের বুদ্ধিমত্তা/সৃজনশীলতার পরিচয় দিন) আর আপনার টেক পিপাসু বন্ধুদের গ্রুপে ইনভাইট করে আপনার পোস্টটিতে লাইক/কমেন্ট/share বাড়িয়ে নেওয়ারও সুযোগ থাকছে।
- সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।
- আমাদের ইউটিউব চ্যানেলের যেকোন একটি ভিডিও শেয়ার করুন আপনার ফেসবুক টাইমলাইনে। ব্যবহার করুন #sotophonegiveawaycontest এই হ্যাস ট্যাগটি। তবে, যাদের প্রোফাইল লক করা তারা স্ক্রিনশট পাঠাতে পারেন আমাদের ফেইসবুক পেইজে।
আর, এভাবে আপনি giveaway তে অংশগ্রহণ করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব গিফট।
কন্টেস্টে বিজয়ীদের তালিকা খুব শীঘ্রই প্রকাশ করা হবে আমাদের ফেসবুক গ্রুপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে।
#stayhome #staysafe #staywithsotophone
#sotophonegiveawaycontest