Home » Blog » Tech News » চলতি সপ্তাহে আসছে Realme C3

চলতি সপ্তাহে আসছে Realme C3

চলতি সপ্তাহে আসছে Realme C3

6 ফেব্রুয়ারি বাজারে আসবে Realme C3। এন্ট্রি লেভেল সেগমেন্টে এই ফোন ভারতের বাজারে আনবে Realme। নতুন ফোনে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির Realme UI স্কিন চলতে পারে। সম্প্রতি ColorOS থেকে বেরিয়ে নিজস্ব Realme OS স্কিন নিয়ে এসেছে চিনের কোম্পানিটি। ইতিমধ্যেই একাধিক Realme ফোনে এই এই আপডেট পৌঁছেছে। এবার Realme C3-এর হাত ধরে Realme UI সহ প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme।

সম্প্রতি ট্যুইটারে Realme জানিয়েছে এই প্রথম Realme C3 ফোনে লঞ্চের সময় Realme UI চলবে। এই প্রথম Realme UI সহ স্মার্টফোন লঞ্চ করছে কোম্পানিটি। এই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলতে পারে। এছাড়া এতে থাকবে ৬.৫০ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র‍্যাম এবং ৫০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। 

Leave a Reply