26 মার্চ এক অনুষ্ঠান থেকে Huawei -এর ফ্ল্যাগশিপ সিরিজের একাধিক স্মার্টফোন রিলিজ হবে। এর আগেই বাজারে এল লাইট ভার্সান। লঞ্চ হয়েছে Huawei P40 Lite। স্পেনে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Huawei Nova 6 SE। সেই ফোনের নাম বদলে স্পেনে লঞ্চ হয়েছে Huawei P40 Lite। এই ফোনে রয়েছে Kirin 810 চিপসেট। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।
Huawei P40 Lite -এর দাম
স্পেনে Huawei P40 Lite -এর দাম 299 ইউরো। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।
Huawei P40 Lite স্পেসিফিকেশন:
Huawei P40 Lite -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 8GB RAM, 128GB স্টোরেজ। Huawei P40 Lite এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা। Huawei P40 Lite -এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফোনে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।