Home » Blog » Tech News » চারটি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Huawei P40 Lite

চারটি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Huawei P40 Lite

চারটি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ লঞ্চ হল Huawei P40 Lite

26 মার্চ এক অনুষ্ঠান থেকে Huawei -এর ফ্ল্যাগশিপ সিরিজের একাধিক স্মার্টফোন রিলিজ হবে। এর আগেই বাজারে এল লাইট ভার্সান।  লঞ্চ হয়েছে Huawei P40 Lite। স্পেনে এই ফোন লঞ্চ করেছে চিনের কোম্পানিটি। সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Huawei Nova 6 SE। সেই ফোনের নাম বদলে স্পেনে লঞ্চ হয়েছে Huawei P40 Lite। এই ফোনে রয়েছে Kirin 810 চিপসেট। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা।

Huawei P40 Lite -এর দাম

স্পেনে Huawei P40 Lite -এর দাম 299 ইউরো। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Huawei P40 Lite স্পেসিফিকেশন:

Huawei P40 Lite -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির EMUI স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.4 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে 8GB RAM, 128GB স্টোরেজ। Huawei P40 Lite এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 48 মেগাপিক্সেল সেন্সর। সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে 24 মেগাপিক্সেল ক্যামেরা। Huawei P40 Lite -এর পাশে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফোনে রয়েছে একটি 3.5 মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে রয়েছে একটি 4,200 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 40W ফাস্ট চার্জ সাপোর্ট।

Leave a Reply