Home » Blog » Tech News » চার ক্যামেরা নিয়ে রিলিজ হতে যাচ্ছে Vivo V19

চার ক্যামেরা নিয়ে রিলিজ হতে যাচ্ছে Vivo V19

চার ক্যামেরা নিয়ে রিলিজ হতে যাচ্ছে Vivo V19

৩রা মার্চ রিলিজ হতে পারে Vivo V19। তবে রিলিজের আগে এই ফোনের কিছু ফিচার প্রকাশ করেছে Vivo। ইন্দোনেশিয়ায় কোম্পানিটির টুইটার থেকে এর কিছু ফিচার প্রকাশ করেছে কোম্পানিটি। যদিও বাংলাদেশে কবে এই ফোন পাওয়া যাবে সে ব্যাপারে কোন তথ্য দেয়নি কোম্পানিটি। Vivo V19 এর পেছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে হোল পাঞ্চ ডিসপ্লে। ইন্দোনেশিয়ায় কোম্পানিটির অফিসিয়াল টুইটার থেকে জানা গেছে Vivo V19-এ ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনের পেছনে চারটি ক্যামেরার সাথেই এলই ডি ফ্ল্যাশ লাইট থাকছে। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া কম আলোতে সেওলফি তোলার জন্য এই ফোনে থাকছে “সুপার নাইট সেলফি” মুড। ১০ মার্চ শুধুমাত্র ইন্দোনেশিয়াতে এই ফোন রিলিজ হবে।

Leave a Reply