Home » Blog » Tech News » জিমেইলের মতো স্মার্ট রিপ্লাই ফিচার যোগ হচ্ছে গুগল ডকসে

জিমেইলের মতো স্মার্ট রিপ্লাই ফিচার যোগ হচ্ছে গুগল ডকসে

জিমেইলের স্মার্ট রিপ্লাই এর মতো নতুন ফিচার যোগ হচ্ছে গুগল ডকসে। যৌথভাবে কাজের প্রক্রিয়া আরও সহজ করতে ও সময় বাঁচাতে কমেন্টের উত্তর দেওয়ার ক্ষেত্রে স্মার্ট রিপ্লাই ফিচার চালু করছে গুগল।

করোনা মহামারির সময় বাসা থেকে অনলাইনের বিভিন্ন কাজ সহজ করাই ফিচারটির মূল উদ্দেশ্য বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ১৩ সেপ্টেম্বরের মধ্যে বিভিন্ন ডোমেইনে যোগ হবে নতুন ফিচারটি।গুগল ডকসে নতুন ফিচারটি যোগ হওয়ার পর স্মার্ট রিপ্লাই সাজেশন কমেন্ট থ্রেডে কমেন্ট বক্সের নিচে আসবে। সেখান থেকে পছন্দ মতো উত্তর বেছে নিয়ে এক ক্লিকেই উত্তর দেওয়া যাবে।

পাশাপাশি, ব্যবহারকারী নিজে লিখে উত্তর দেওয়ার ফিচারও চালু থাকবে।

Leave a Reply