Home » Blog » Tech News » টেকনোর স্পার্ক সিরিজের স্মার্টফোন বাজারে

টেকনোর স্পার্ক সিরিজের স্মার্টফোন বাজারে

টেকনোর স্পার্ক সিরিজের স্মার্টফোন বাজারে

বাজারে এলো টেকনো স্পার্ক৪ স্মার্টফোন।

এই স্মার্টফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির বিগ ডট নচ ডিসপ্লে, ৪০০০ এমএইচ ব্যাটারি, ট্রিপল ব্যাক ক্যামেরার (১৩+২+০.৮ মেগাপিক্সেল) সঙ্গে ডুয়াল ফ্ল্যাশ লাইট, ৩ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজের সঙ্গে ১২ ন্যানোমিটারের একটি কোয়াড কোর প্রসেসর, সুপার ফাস্ট ফিংগার প্রিন্ট, ফেসলক প্রযুক্তি, অ্যানড্রয়েড ৯ পাই এবং টেকনোর ওএস ৫.৫।

এতে আরও আছে গেমিং মোড, সিপিইউ কুলার, এআই ভিডিও চ্যাটিং ইত্যাদি।

সেটটির দাম ১১ হাজার ৯৯০ টাকা।

Leave a Reply