Home » Blog » Tech News » ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

ট্রিপল ক্যামেরা সহ লঞ্চ হল Oppo A31 (2020)

আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Oppo। শুক্রবার বাজারে এসেছে Oppo A31 (2020)। এই ফোনে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। আপাতত ইন্দোনেশিয়ায় এই ফোন লঞ্চ হয়েছে। নতুন ফোনে রয়েছে 6.5 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ও ট্রিপল রিয়ার ক্যামেরা।

Oppo A31 (2020) -এর দাম

ইন্দোনেশিয়ায় Oppo A31 (2020) বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশী মুদ্রায় এই ফোনের দাম প্রায় 15,500 টাকা। একাধিক অনলাইন স্টোর থেকে এই ফোন বিক্রি শুরু হয়েছে। কালো ও সাদা রঙে পাওয়া যাবে Oppo A31 (2020)। বাংলাদেশ সহ অন্যান্য দেশে কবে এই ফোন লঞ্চ হবে তা নিয়ে উচ্চবাচ্য করেনি চিনের কোম্পানিটি।

Oppo A31 (2020) স্পেসিফিকেশন

Oppo A31 (2020) -এ রয়েছে 6.5 ইঞ্চি  HD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P35 চিপসেট, 4GB RAM ও 128GB স্টোরেজ। সঙ্গে রয়েছে 4,230 mAh ব্যাটারি।

 

 

এই ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। 12 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ছাড়াও এই ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। ফোনের পিছনে তিনটি ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

Leave a Reply