Home » Blog » Tech News » ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ বাজারে এলো Moto Z4

ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ বাজারে এলো Moto Z4

ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সহ বাজারে এলো Moto Z4

অবশেষে লঞ্চ হল Moto। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় এই ফোন লঞ্চ করেছে Motorola। নতুন Moto Z4 ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। এছাড়াও থাকছে একটি OLED ডিসপ্লে। Moto Z4 ফোনে থাকছে একটি Snapdragon 675 চিপসেট। Redmi Note 7 Pro ফোনেও একই চিপসেট ব্যবহার হয়েছে। এই ফোনে থাকছে Moto Mods সাপোর্ট।

Moto Z4 এর দাম

মার্কিন যুক্তরাষ্ট্রে Moto Z4 এর দাম 499 মার্কিন ডলার। 4GB RAM আর 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।

Moto Z4 সম্ভাব্য স্পেসিফিকেশন

Moto Z4 ফোনে থাকবে 6.4 ইঞ্চি OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। ফোনের ভিতরে থাকছে Snapdragon 675 চিপসেট। 4GB RAM আর 128GB স্টোরেজে পাওয়া যাবে এই স্মার্টফোন।

 

Moto Z4 ফোনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 12 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি 25 মেগাপিক্সেল ক্যামেরা।

Moto Z4 ফোনে চলবে Android 9 Pie অপারেটিং সিস্টেম। এই ফোনের ডিসপ্লের উপরে থাকবে ওয়াটার ড্রপ স্টাইল নচ। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, 3.5 মিমি অডিও জ্যাক আর USB Type-C পোর্ট। ফোনের ভিতরে রয়েছে 3,600 mAh ব্যাটারি।

Leave a Reply