Home » Blog » Tech News » দাম কমবে নকিয়া ফোনের

দাম কমবে নকিয়া ফোনের

দাম কমবে নকিয়া ফোনের

ফিনল্যান্ডের নকিয়া ফোন এখন তৈরি হচ্ছে প্রতিবেশি দেশ ভারতে। ফলে নকিয়া ফোনের দাম কমবে। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ভারতে বহু আগেই কারখানা খুলেছে। সেই কারখানায় উৎপাদনও শুরু হয়েছে। সম্প্রতি মেড ইন ইন্ডিয়া ট্যাগযুক্ত নকিয়া ৫.৩ দেশটির বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়েছে। জুলাই মাসে বাজারে আসবে ফোনটি।

জানা গেছে, ভারতে তৈরি নকিয়া ফোন ভারতের চাহিদা মিটিয়ে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভূটানসহ এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বাজারে বিক্রি করা হবে। ভারতে ফোনের উৎপাদন খরচ কম হওয়াতে নকিয়া ফোনের দাম কিছুটা কমবে। বর্তমানে চীন, ফিনল্যান্ড, ইউরোপ ছাড়াও বেশ কিছু দেশে নকিয়া তাদের ফোন উৎপাদন করে।  নকিয়া ৫.৩ মডেলটিতে দুইটি ভার্সনে আসবে। ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রমে ফোনটি পাওয়া যাবে। এতে থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৬৬ চিপসেট।

 

Leave a Reply