Home » Blog » Tech News » দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ রিলিজ হলো Mi 10 ও Mi 10 Pro

দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ রিলিজ হলো Mi 10 ও Mi 10 Pro

দুর্দান্ত ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর সহ রিলিজ হলো Mi 10 ও Mi 10 Pro

ফ্ল্যাগশিপ সিরিজে দুটি নতুন স্মার্টফোন নিয়ে এল Xiaomi। বৃহস্পতিবার লঞ্চ হয়েছে Mi 10 ও Mi 10 Pro। এই দুই ফোনে রয়েছে Snapdragon 865 চিপসেট, LPDDR5 RAM। এই দুই ফোনের পিছনেই চারটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে।

Mi 10 ও Mi 10 Pro -এর দাম

চিনে Mi 10 -এর দাম শুরু হচ্ছে 3,999 ইউয়ান (প্রায় 45,000 টাকা) থেকে। একাধিক স্টোরেজ ও মেমোরি ভেরিয়েন্টে এই ফোন পাওয়া যাবে। 14 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু করবে Xiaomi।

অন্যদিকে Mi 10 Pro এর দাম শুরু হচ্ছে 4,999 ইউয়ান (প্রায় 58,000 টাকা) থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 8GB RAM + 128GB স্টোরেজ। 18 ফেব্রুয়ারি চিনে এই ফোন বিক্রি শুরু হবে।

Mi 10 স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 -এ Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 256GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ। Mi 10 -এর পিছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 13 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও দুটি 2 মেগাপিক্সেল সেন্সর। এই ক্যামেরায় থাকছে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট। সেলফি তোলার জন্য Mi 10 -এ 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। Mi 10 -এর ভিতরে রয়েছে 4,780 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 30W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ সাপোর্ট।

Mi 10 Pro স্পেসিফিকেশন

ডুয়াল সিম Mi 10 Pro -তে Android 10 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 11 স্কিন চলবে। এই ফোনে রয়েছে একটি 6.67 ইঞ্চি HDR10+ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেতেও থাকছে 90 Hz রিফ্রেশ রেট ও 180Hz টাচ রেসপন্স। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 865 চিপসেট, 12GB পর্যন্ত LPDDR5 RAM ও 512GB পর্যন্ত UFS 3.0 স্টোরেজ।Mi 10 Pro -এর পিছনেও চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে 20 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও থাকছে 12 মেগাপিক্সেল ক্যামেরা ও 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। টেলিফটো ক্যামেরায় থাকছে 10x জুম ও অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন।Mi 10 Pro -এর ভিতরে রয়েছে 4,500 mAh ব্যাটারি, সঙ্গে রয়েছে 50W ফাস্ট চার্জ ও 30W ওয়্যারলেস চার্জ ও 10W রিভার্স চার্জ সাপোর্ট।

Leave a Reply