Home » Blog » Tech News » দুর্দান্ত ক্যামেরা সহ বছরের প্রথমার্ধেই আসছে Nokia 9.2

দুর্দান্ত ক্যামেরা সহ বছরের প্রথমার্ধেই আসছে Nokia 9.2

দুর্দান্ত ক্যামেরা সহ বছরের প্রথমার্ধেই আসছে Nokia 9.2

2020 সালের প্রথমার্ধেই বাজারে আসতে পারে Nokia 9.2। সম্প্রতি এই ফোনের একাধিক স্পেসিফিকেশন ইন্টারনেটে ফাঁস হয়েছিল। প্রকাশিত রিপোর্ট থেকে জানা গিয়েছে চলতি বছর  জুনের আগে লঞ্চ হবে কোম্পানির পরবর্তী ফ্ল্যাগশিপ। এছাড়াও 2020 সালের শেষে অথবা 2021 সালের শুরুতে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করবে কোম্পানি।

Nokia 9.2 ফোনে Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট Snapdragon 865 ব্যবহার হবে। বার্সেলোনায় MWC 2020 ইভেন্টে এই ফোন লঞ্চ না হলেও 2020 সালের প্রথমার্ধেই বাজারে আসতে পারে Nokia 9.2। আগে জানা গিয়েছিল Nokia 9 PureView ফোনের উত্তরসূরি হিসাবে বাজারে আসতে চলেছে Nokia 9.1 PureView। সেই ফোনে Snapdragon 855 চিপসেট ব্যবহারের পরিকল্পনা করেছিল ফিনল্যান্ডের কোম্পানিটি। যদিও Nokia 9.1 PureView লঞ্চ বাতিল করে Snapdragon 865 চিপসেট সহ Nokia 9.2 লঞ্চের তোড়জোড় শুরু করেছে কোম্পানিটি। গত বছর জুলাই মাসে লঞ্চ হয়েছিল Nokia 9 PureView। এই ফোনে রয়েছে একটি 5.99 ইঞ্চি QHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ। ছবি তোলার জন্য এই ফোনের পিছনে রয়েছে পাঁচটা ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে Zeiss সার্টিফিকেশন। Nokia 9 PureView ফোনের রিয়ার ক্যামেরায় থাকছে তিনটি 12 মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর আর দুটি 12 মেগাপিক্সেল RGB সেন্সর। সেলফি তোলার জন্য থাকছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Leave a Reply