বর্তমান সময়ে প্রযুক্তির অন্যতম অনুসঙ্গ স্মার্টফোন। সেজন্য প্রযুক্তির নিত্যবদলের সঙ্গে থাকা চাই নতুন স্মার্টফোন। আর এ সুবিধা কাজে লাগাচ্ছেন সব দামি-দামি বিভিন্ন প্রতিষ্ঠান। নানা ধরনের সুযোগ-সুবিধা নিয়ে তরুণপ্রজন্মসহ সকলকে বাধ্য করছেন এটি কেনা জন্য।
তাই-তো স্মার্টফোন কেনার সময় আমরা সবাই ফোনের ক্যামেরা, র্যাম দেখে থাকি, কিন্তু আমারা সবাই একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখতে ভুলে যাই। সব ফোনেই কম বেশি হলেও রেডিয়েশন পাওয়া যায়। সবচেয়ে বিপজ্জনক স্মার্টফোনগুলোর তালিকা প্রকাশ করেছে জার্মান ফেডলার অফিস অব রেডিয়েশন প্রোটেকশন (German Fedler Office of Radiation Protection)। রেডিয়েশন ছড়ানোর তালিকায় সবার উপরে রয়েছে শাওমি (xiaomi) আর ওয়াপ্লাস (oneplus) এর স্মার্টফোন।
এক নম্বরে রয়েছে শাওমির Mi A1। সর্বাধিক রেডিয়েশন এই স্মার্টফোন থেকে আসে। এটি ১.৭৫ কিলোগ্রাম রেডিয়েশন ছাড়ায় ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি Mi Max 3। এটি ১.৫৮ কিলোগ্রাম রেডিয়েশন ছাড়ায়।
তৃতীয় অবস্থানে রয়েছে OnePlus-6T। এটি ১.৫৫ কিলোগ্রাম রেডিয়েশন ছড়ায়।
চতুর্থ স্থানে রয়েছে HTC U12 লাইফ। এই ফোন থেকে ১.৪৮ কিলোগাম রেডিয়েশন ছড়ায়।
পঞ্চম অবস্থানে রয়েছে শাওমির (Xiaomi Mix 30। এটি ১.৪৫ ওয়াটস পার কিলোগ্রাম রেডিয়েশন ছড়ায়। অন্যদিকে Google’s Pixel 3XL ফোন থেকে প্রতি কিলোগ্রামে ১.৩৯ ওয়াট রেডিয়েশন বের হয়।
ষষ্ঠ নম্বরে রয়েছে Mi 9/9SE। এই ফোন থেকে প্রতি কিলোগ্রামে ১.৩৯ ওয়াট রেডিয়েশন বের হয়
সপ্তম অবস্থানে রয়েছে আইফোন (i Phone 7) । এই ফোন থেকে প্রতি কিলোগ্রামে ১. ৩৮ ওয়াট রেডিয়েশন বের হয়
এছাড়াও এই তালিকায় আরো রয়েছে iPhone 8, HTC Desire 12/12+, ZTE Axon 7Mini, google pixel 3।