Home » Blog » Tech News » দেশের বাজারে বাজেট ফ্রেন্ডলি মটো জি৩০ স্মার্টফোন

দেশের বাজারে বাজেট ফ্রেন্ডলি মটো জি৩০ স্মার্টফোন

motorola Moto G30

দেশের বাজারে মটোরোলা এলো মটোরোলা পরিবারের জি সিরিজের ফোন ‘মটো জি৩০’ মডেলের স্মার্ট ফোন। শক্তিশালী ব্যাটারি ও ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরাসহ ফোনটির দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।

পারফরমেন্স’র বিচারে ফোনটিকে বলা হচ্ছে ‘সলিড অলরাউন্ডার’। এতে থাকছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি লেন্সসহ কোয়াড ক্যামেরা সেটআপ, ৫০০০ মিলি-অ্যাম্পিয়ারের ব্যাটারি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম।

মটো জি৩০ পাওয়া যাবে দেশের মোবাইল ফোন শপগুলোতে। অনলাইনে www.salextra.com.bd ও www.daraz.com.bd ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কিনলে ফোনটি পাওয়া যাবে ১৭ হাজার ৯৯৯ টাকায়।

বিস্তারিত জানতে ভিজিট করুন মটোরোলা বাংলাদেশের ফেসবুক পেজ https://www.facebook.com/HelloMotoBangladesh এবং মটোরোলার ইন্সটাগ্রাম পেজ https://www.instagram.com/motorolabangladesh/

Leave a Reply