শাওমি দেশের বাজারে রেডমি নোট ১০ সিরিজের নতুন ফোন ‘নোট ১০এস’ অবমুক্ত করেছে। এ উপলক্ষে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, রেডমি ডিভাইস দিয়ে আমরা প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে কাজ করছি। আমাদের দর্শন সর্বনিম্ন মূল্যে সেরা উদ্ভাবন গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া।
ফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরার সঙ্গে ২এক্স জুম এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।
ডিভাইসটিতে ৬.৪৩ ইঞ্চির ফুল এইচডিপ্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেকের হেলিও জি৯৫ চিপসেট। ৬ জিবি র্যাম থাকায় পাওয়া যাবে মাল্টিটাস্কিংসহ স্মুথ পারফরমেন্স। এর ব্যাটারি সক্ষমতা ৫০০০ এমএএইচ। আরও থাকছে ৩.৫ মিমি অডিও জ্যাক।
ফোনটি বর্তমানে তিনটি রঙে পাওয়া যাচ্ছে। ফোনটির ৬+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ২২ হাজার ৯৯৯, ও ৬+১২৮ জিবির দাম ২৪ হাজার ৯৯৯ টাকা