Home » Blog » Tech News » দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে করোনায় আরও একজনের মৃত্যু

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন চারজন। শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। নতুন করে একজনের মৃত্যু হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুইজনে। এ ছাড়া নতুন চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় দেশে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১ হাজার ৪০২ জনের। আর মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ২ লাখ ৭৫ হাজার ৪৫২ জনে। এদের মধ্যে ৮৮ হাজার ২৫৮ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

Leave a Reply