Home » Blog » Tech News » নতুন আইপ্যাড ও নতুন অপারেটিং সিস্টেম আসছে

নতুন আইপ্যাড ও নতুন অপারেটিং সিস্টেম আসছে

mac os

আইপ্যাড ব্যবহারকারীদের জন্য সুখবর। আইফোনের জন্য নতুন আইওএস আনার দেড় মাসের মধ্যেই নতুন আইপ্যাড ও ‘আইপ্যাডওএস ১৬’ আনতে যাচ্ছে অ্যাপল। আইপ্যাডের পাশাপাশি ম্যাক কম্পিউটারের জন্য ‘ম্যাকওএস ভেনচুরা’ নামের নতুন অপারেটিং সিস্টেমও আনবে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি।

অ্যাপল জানিয়েছে, ২৪ অক্টোবর আইপ্যাড ও ম্যাক কম্পিউটারের জন্য নতুন অপারেটিং সিস্টেম চালু করা হবে। একসঙ্গে একাধিক কাজ করার পাশাপাশি বিভিন্ন অ্যাপ ব্যবহারের সুযোগ দিতে ‘আইপ্যাডওএস ১৬’-এ স্টেজ ম্যানেজার সুবিধা যুক্ত করা হয়েছে। ফলে সব মডেলের আইপ্যাডেই স্বচ্ছন্দে একাধিক কাজ করা যাবে। বর্তমানে কেবল এমআই প্রসেসরে চলা আইপ্যাড প্রোতে এ সুযোগ পাওয়া যায়।

আরও পড়ুন: ইউটিউব থাম্বনেইল বানিয়ে আয় করুন

‘ম্যাকওএস ভেনচুরা’ অপারেটিং সিস্টেমে স্টেজ ম্যানেজারের পাশাপাশি ‘কনটিনিউটি ক্যামেরা’ নামের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে চাইলেই আইফোনকে ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করা যাবে।

অপারেটিং সিস্টেম আনার দুই দিন পরই ‘এম ২ আইপ্যাড প্রো’ মডেলের নতুন আইপ্যাড আনবে অ্যাপল। আট কোরের সিপিউ প্রসেসরযুক্ত নতুন আইপ্যাড আগের সংস্করণের তুলনায় ১৫ শতাংশ বেশি গতিতে কাজ করবে। সাধারণ ব্যবহারকারীদের জন্য কম দামে আরও একটি মডেলের আইপ্যাড আনা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সূত্র: টেক ক্রাঞ্চ

Leave a Reply