Home » Blog » Tech News » নতুন ফ্যাবলেট ওয়াই ম্যাক্স বাজারে আনলো হুয়াওয়ে

নতুন ফ্যাবলেট ওয়াই ম্যাক্স বাজারে আনলো হুয়াওয়ে

নতুন ফ্যাবলেট ওয়াই ম্যাক্স বাজারে আনলো হুয়াওয়ে

মোবাইল ডিভাইসে ভালো গেমিং ও ভিডিও অভিজ্ঞতা পেতে চান, এমন গ্রাহকদের জন্য দেশের বাজারে ওয়াই ম্যাক্স ফ্যাবলেট এনেছে হুয়াওয়ে। ২৬ হাজার ৯৯৯ টাকা দামের ডিভাইসটিতে রয়েছে সুপার লার্জ ডিউড্রপ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রয়েছে উন্নত প্রসেসরসহ শক্তিশালী র্যাম।

প্রিমিয়াম কোয়ালিটির ভিডিও অভিজ্ঞতা দিতে হুয়াওয়ের এ ফ্যাবলেটে রাখা হয়েছে ৭ দশমিক ১২ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার লার্জ ডিউড্রপ ডিসপ্লে। ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে। এতে ১৬ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

ডিভাইসটি সম্পর্কে হুয়াওয়ে কনজিউমার বিজনেস গ্রুপের (বাংলাদেশ) কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, বড় ডিসপ্লে ও গেমিং সুবিধার কারণে ফ্যাবলেট জনপ্রিয় হয়ে উঠছে। যারা গেম খেলতে ভালোবাসেন, ভিডিও দেখার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পেতে চান মূলত তাদের জন্য ডিভাইসটি আনা হয়েছে। আকর্ষণীয় ডিজাইনের ৮ দশমিক ৪ মিলিমিটার পুরুত্বের স্লিম ফ্যাবলেট ডিভাইসটির ওজন মাত্র ২১০ গ্রাম। লেদার ফিনিশড ডিজাইনের ওয়াই ম্যাক্স ফ্যাবলেট মিলছে অ্যাম্বার ব্রাউন ও মিডনাইট ব্ল্যাক দুই রঙে।

Leave a Reply