অনলাইন মেসেজিং অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়। এবার এর নতুন ভার্সন আরো আপডেট ও আকর্ষণীয় করা হচ্ছে। সম্প্রতি ফিঙ্গার প্রিন্ট অথেনটিকেশন সুবিধা এনেছে হোয়াটঅ্যাপ। কর্তৃপক্ষ বলছে, গ্রাহকদের জন্য চলতি বছর বা আগামী বছরের শুরুতে বেশ কয়েকটি নতুন ফিচার আনা হচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে-
বুমেরাং ভিডিও:
নতুন ভার্সনে স্টোরেজ ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এতে ইনস্টাগ্রামের বুমেরাং ভিডিও তৈরির ফিচার ব্যবহার করতে চলেছে হোয়াটসঅ্যাপ।
ডার্ক মোড:
সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম টুইটারে রয়েছে ‘ডার্ক মোড’। এবার হোয়াটসঅ্যাপও নিয়ে আসছে ‘ডার্ক মোড’।
কন্টাক্ট নম্বর সাজানো:
হোয়াটসঅ্যাপের নতুন ভার্সনে গুরুত্ব অনুযায়ী কন্টাক্ট নম্বর সাজানো যাবে। এর ফলে প্রয়োজনীয় নম্বর পেতে সুবিধা পাওয়ার পাশপাশি দ্রুতই বন্ধুদের খোঁজ নেয়া যাবে।
ভিডিও প্রিভিউ সুবিধা:
ফটোর প্রিভিউ সুবিধা আগে থেকেই রয়েছে। এবার ভিডিও প্রিভিউ পদ্ধতিও আনছে হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সরাসরি ফেসবুকে শেয়ার:
নতুন ভার্সনে হোয়াটসঅ্যাপে দেয়া স্ট্যাটাস সরাসরি শেয়ার করা যাবে ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এর ফলে তিনটি অ্যাপের মধ্যে দারুণ এক সমন্বয় ঘটবে।