পাঞ্চ হোল ডিসপ্লের ‘ক্যামন ১২ এয়ার’ স্মার্টফোন বাজারে এনেছে টেকনো। এ ধরনের ডিসপ্লের ওপরের দিকে থাকা ছিদ্রে সেলফি ক্যামেরা যুক্ত করা হয়। টেকনো এর নাম দিয়েছে ডট ইন ডিসপ্লে।
ক্যামন ১২ এয়ারে রয়েছে ৬.৫৫ ইঞ্চি ডিসপ্লে, পেছনে ১৬ মেগাপিক্সেলের মূল সেন্সরসহ ট্রিপল ক্যামেরা সেটআপ, সামনে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, ৪ গিগাবাইট র্যাম, ৬৪ গিগাবাইট রম এবং ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। দাম ১৪,৯৯০ টাকা। বিজ্ঞপ্তি