Home » Blog » Tech News » প্রথম ‘অ্যান্ড্রয়েড গো’ ফোন আনলো স্যামসাং

প্রথম ‘অ্যান্ড্রয়েড গো’ ফোন আনলো স্যামসাং

প্রথম ‘অ্যান্ড্রয়েড গো’ ফোন আনলো স্যামসাং

অ্যান্ড্রয়েড গো চালিত প্রথম স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি জে২ কোর নামের এই স্মার্টফোনটির অ্যান্ড্রয়েড গো সংস্করণের ওপরে বসানো হয়েছে স্যামসাং ইউআই।

আগে ফাঁস হওয়া তথ্য থেকে ধারণা করা হয়েছিল নতুন এই ডিভাইসটিতে স্টক অ্যান্ড্রয়েড গো ব্যবহার করবে ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠানটি। অ্যান্ড্রয়েড গো হলো গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালকা সংস্করণ। অপেক্ষাকৃত কম ক্ষমতাসম্পন্ন ডিভাইসগুলোর জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এটি।

অ্যান্ড্রয়েড ৯ পাইয়ের গো সংস্করণের পরিবর্তে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও’র গো সংস্করণ ব্যবহার করা হয়েছে গ্যালাক্সি জে২ কোর ডিভাইসটিতে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।

এক নজরে গ্যালাক্সি জে২ কোর-এর কনফিগারশন-

● ৯৬০X৫৪অ এলসিডি পর্দা

● এক্সিনস ৭৫৭০ প্রসেসর

● ২৬০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি

● পেছনে এফ/২.২ আট মেগাপিক্সেল ক্যামেরা

● সামনে এফ/২.২ পাঁচ মেগাপিক্সেল ক্যামেরা

● এক গিগাবাইট র্যাম

● আট গিগাবাইট স্টোরেজ

প্রাথমিক পর্যায়ে ভারত ও মালয়েশিয়ার বাজারে আনা হয়েছে নতুন এই ডিভাইসটি। গ্যালাক্সি জে২ কোর-এর বাজার মূল্য রাখা হয়েছে ১০০ মার্কিন ডলারের সামান্য বেশি যা সাত হাজার ভারতীয় রুপির চেয়ে কম।

Samsung Galaxy J2 Core

Leave a Reply