Home » Blog » Tech News » মহাকাশে গেল জিম্বাবুয়ের প্রথম স্যাটেলাইট

মহাকাশে গেল জিম্বাবুয়ের প্রথম স্যাটেলাইট

satelite

প্রথমবারের মতো মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে জিম্বাবুয়ে। দুর্যোগ, কৃষি, খনিজ সম্পদের তথ্য সংগ্রহের জন্য ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে বলে জানিয়েছে জিম্বাবুইয়ান ন্যাশনাল জিওস্প্যাশিয়াল অ্যান্ড স্পেস এজেন্সি (জিংসা)।

সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া থেকে জিমস্যাট-১ নামে ন্যানো স্যাটেলাইটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির মাল্টিনেশন প্রকল্পের আওতায় এটি উৎক্ষেপণ করা হয়েছে।

আরও পড়ুন: গ্রামীণফোনের ওপর প্রধানমন্ত্রীও বিরক্ত

জিম্বাবুয়ে সরকারের মুখপাত্র নিক ম্যাংওয়ানা এক টুইট বার্তায় বলেন, এটি দেশের জন্য একটি মাইলফলক। জিম্বাবুয়ের স্যাটেলাইট উৎক্ষেপণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। বিষয়টিকে অনেকেই সাধুবাদ জানিয়েছে, কেউ কেউ আবার উপহাস করেছে।

অনেকেই বলছেন, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় স্যাটেলাইট উৎক্ষেপণ করা বোকামি। গত ৫ বছর ধরে দারিদ্র্য বেড়েছে দেশটিতে। যখন আপনার পরিবার অনাহারে থাকে তখন আপনি গাড়ি কিনতে পারবেন না।

আরও পড়ুন: কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ক্রমবর্ধমান আর্থিক অস্থিতিশীলতা এবং কৃষি উৎপাদন হ্রাসের কারণে জিম্বাবুয়ের অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে যাওয়ার আশঙ্কা করছে।

উল্লেখ্য, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রবীণ শাসক রবার্ট মুগাবেকে অপসারণের পর এমারসন নানগাগওয়া ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা শুরু করেন। তিনিই তৈরি করেন জিংসা।

Leave a Reply