Home » Blog » Tech News » প্রিমিয়াম অ্যানড্রয়েড ডিভাইস নিয়ে আসছে নকিয়া

প্রিমিয়াম অ্যানড্রয়েড ডিভাইস নিয়ে আসছে নকিয়া

প্রিমিয়াম অ্যানড্রয়েড ডিভাইস নিয়ে আসছে নকিয়া

ক্যাপিটাল মার্কেটস ডে এর অনুষ্ঠানে ফিনিস কোম্পানিটি আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিয়েছে।প্রখ্যাত এই ফোন কোম্পানি তাদের নকিয়া স্মার্টফোন নিয়ে আরেকবার ফোনের জগতে প্রবেশ করতে যাচ্ছে। 

নকিয়ার প্রথম অ্যানড্রয়েড হ্যান্ডসেটগুলি আগামী বছরের ২য় প্রান্তিকে অবমুক্ত করবে। হতে পারে আগামী ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নকিয়ার সিইও  এই সেটগুলি আমাদের সামনে নিয়ে আসবেন।

এটা নিশ্চিত যে, ২০১৭ এর আগে ফোনগুলি পাচ্ছি না।

নকিয়া নামটি মোবাইল ফোনের ব্র্যান্ড থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল। এখন তারা আবারো তাদের কোম্পানির নামে ডিভাইস তৈরি করবে। কারণ তারাই নকিয়া ব্র্যান্ড ও পেটেন্ট এর একচ্ছত্র মালিক। আসলে এ বছরের শুরুতে এইচএমডি নামে নকিয়ার একটি নতুন পরিচয় তৈরি করা হয়েছে যে পরিচয়ে তারা ফক্সকন এর আরএন্ডডি এর সাথে মিলে নকিয়া ব্র্যান্ডে ফোন উৎপাদনে নিয়োজিত হয়েছে। নকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির বিষয়ে এইচএমডি একটি ১০ বছরের চুক্তি করেছে। তারা তাদের নকিয়া নামের ফোনগুলি বাজারে বিক্রি ও বিপনন করার জন্যে প্রথম ৩ বছরে ৫০০ মিলিয়ন ইউরো খরচ করবে । 

nokia is coming soon

Leave a Reply