Home » Blog » Tech News » ফাঁস হলো Infinix Hot 10 ফোনের ফিচার

ফাঁস হলো Infinix Hot 10 ফোনের ফিচার

ফাঁস হলো Infinix Hot 10 ফোনের ফিচার

Infinix Hot 9 এর ব্যাপক সাফল্যের পর এবার মার্কেটে ঝড় তুলতে রিলিজ পেতে চলেছে ইনফিনিক্সের নতুন স্মার্টফোন Infinix Hot 10 । সম্প্রতি ইন্টারনেটে ফাঁস হওয়া তথ্য আমলে নিলে তেমনটাই মনে হচ্ছে। 

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী Infinix Hot 10 ফোনটিতে থাকতে চলেছে এইচ ডি+ ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে রেজ্যুলেশন থাকবে ৭২০x1640 পিক্সেল। থাকবে MediaTek Helio G70 chipset। এছাড়া থাকবে ৪ জিবি র‍্যাম সাপোর্ট। ফোনটির আরেকটি আকর্ষণীয় ফিচার হিসেবে থাকবে এর ব্যাটারি সেগমেন্ট। ফোনটি রান করার জন্য এতে দেওয়া হবে ৫১০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারি। যদিও আপাতত ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে এখনো কোন তথ্য লিক হয়নি তনে ধারণা করাই যাচ্ছে ইনফিনিক্সের অন্য সব ডিভাইসের মতো এই ডিভাইসটিও বাজারে বেশ আলোড়ন তুলতে যাচ্ছে। 

Leave a Reply