Home » Blog » Tech News » ফেব্রুয়ারিতেই নতুন 5G স্মার্টফোন আনছে Vivo

ফেব্রুয়ারিতেই নতুন 5G স্মার্টফোন আনছে Vivo

ফেব্রুয়ারিতেই নতুন 5G স্মার্টফোন আনছে Vivo

চলতি মাসেই নতুন 5G স্মার্টফোন নিয়ে আসতে পারে Vivo। সম্প্রতি চিনে Vivo Z6 5G ফোনের টিজার প্রকাশ্যে এসেছে। এই ফোনে থাকবে Snapdragon 765 চিপসেট। কোম্পানি জানিয়েছে 29 ফেব্রুয়ারি এই ফোন বিক্রি শুরু হবে। এর এক দিন আগেই প্রকাশ্যে আসবে দাম। কোম্পানির ওয়েবসাইট থেকে নতুন ফোনের একাধিক স্পেসিফিকেশন জানা গিয়েছে।

Vivo Z6 5G স্পেসিফিকেশন

Vivo Z6 5G -তে থাকবে একটি হোল-পাঞ্চ ডিসপ্লে। ডিসপ্লের উপরে ডান দিকে থাকছে সেলফি ক্যামেরা। ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ক্যামেরায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট থাকছে। এছাড়াও ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও কোম্পানির লোগো। Vivo Z6 5G তে Smapdragon 765 চিপসেট থাকছে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে 5,000 mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জ সাপোর্ট। সাদা, নীল ও কালো রঙে পাওয়া যাবে নতুন 5G স্মার্টফোন। চিনের এক সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট থেকে জানা গিয়েছে এই ফোনে ডুয়াল মোড 5G কানেক্টিভিটি থাকছে। প্রসেসর ঠাণ্ডা রাখার জন্য বিশেষ লিকুইড কুলিং সিস্টেম ব্যবহার হয়েছে। লঞ্চ এগিয়ে এলে এই ফোন সম্পর্কে আরও অনেক তথ্য সামনে আসতে পারে।

Leave a Reply